শব্দহীন অস্ত
*******
ঝিলমিল দিঘিটা আজ জলহীন
বুকফেটে হাঁ কোনাকুনি
গোলাপি ডানা আর লাল গলার ফ্লেমিংগো গুলো
আপন মনে তাকিয়ে  বেঁচে যাওয়া জলের দিকে।

ম্যানগ্রোভের শ্বাসমূল গুলো
মাথা তুলে
ধিকি ধিকি চলছে ওদেরও শ্বাস
আর এক কোনে আমি দাঁড়িয়ে
আজ সূর্য্য টা একটু দেরিতে অস্ত গেল
কেন জানো তিথি
আজ এই দিনে প্রথম দেখা করে ছিলাম
তোমার সাথে দিঘিটার ওই পূর্বকোনে
সেদিন ও সূর্য্য দেরিতে অস্ত হয়েছিল।
বদল এইটুকু
আজ তুমি নেই আর দীঘিতে জল নেই।