শব্দ হীন ভাষা
*********
নিসর্গ নৈরাশ্যের বুকে
গড়েছি স্বর্গ নিজ হাতে
যেথা শুধু নিরাশা ছেয়ে আছে
দেওয়া নেওয়ার দেবালয়ে
নৈব নৈব চ আশার আলো
পশ্চিমী ঝঞ্ঝার মতো ঘিরে আছে কালো
ভিনদেশী গ্রহের কোনো গ্রহাণুর মতো
ধূমকেতু আলো দিয়ে গেল
হতাশার দেউল পেলো ক্ষনিকের আলো
এলো ফাগুনের বাতাস
উবে গেল পশ্চিমী ঝঞ্ঝা
আঁখি পল্লবে ধরা দিলো নীল নীলাকাশ।
নৈরাশ্যের বুকে
সঞ্চার হলো কিছু ভাষা
গতি পেলো বাক্যহারা মনতৃষা
নৈরাশ্যের ললাট রেখায়
সেকি আর সয়
শশীকলা মধ্যান্যে অস্ত গেল
আলোর দেউলের হলো লয়।
ফাগুনের হওয়ায়
রচনা হলো না কোনো গীতি
বিক্ষিপ্ত শব্দ গুলো
নিসর্গ নৈরাশ্যের বুকে
পেলো না কোনো স্বরলিপি।
তিমিরের অন্ধকারে যে আশা
জেগেছিলো উচ্চশীরে
নিকষ কালো রাতের আলোয়
মুছে গেল চিরতরে।