শব্দ আজ নিঃশব্দ
///////////////////////
দূরের একটা ছপাৎ শব্দ কানে এলো
নদীর কূল ভাঙলো
যন্ত্রনা হয়? বোধহয় হয় কারো!
শোঁ শোঁ শব্দে বাতাস বইছে
কটকাট করে শব্দ আসে কানে
বাইরে ঝড় বইছে
কিছু ছাদ উড়ে গেল
যন্ত্রনা হয়? বোধহয় হয় কারো!
কানে এলো,
গাছের ডাল পালা ভাঙার শব্দ
কিছু পাখি কিচির মিচির শব্দে ডেকে উঠলো
অস্তিত্বের লড়াইটা শুরু হয়েছে।
যন্ত্রনা হয়? বোধহয় হয় কারো!
নদীর জল বাড়ছে
জল বাড়ছে বনানীর ছায়া তলে
জলমগ্ন ভূমিতল
কিছু প্রাণী বেঘর
সংগ্রাম আজ নিঃশব্দে
শুধু টিকে থাকার
যন্ত্রনা হচ্ছে? বোধহয় হয় কারো কারো!
সব যন্ত্রনা ছাপিয়ে যায়
সব দুঃখ ছোট হয়ে যায়
যখন-
বেঁচে থাকার -
টিকে থাকার
সব আশা যখন এক জায়গায় এসে দানা বাঁধে
শেষ বারের জন্য।
সব যন্ত্রণার ভাষা এক ?
বোধহয়!
সব যন্ত্রনার শব্দ কানে এলো
শুধু হৃদয় ভাঙার যন্ত্রণা কানে এলো না।
শব্দ আজ নিঃশব্দ।
এই যন্ত্রনা বাঁচার জন্য নয়
এই যন্ত্রনা বাঁচিয়ে রাখার জন্য।