শেষ হয়নি জীবনের সব লেনদেন
/////////////////////////////////////////

আজও দেখি মাটির ঢিবিটা
আগের মতই আছে-
কিছু ঘাস শুকিয়ে গেছে
কিছু ঘাস হলুদ হয়েছে।
মাটিতে ঘর বেঁধেছে কিছু উই পোকা
কিছু পিঁপড়ের দল।
আমি কোনো গঞ্জনা দেই না
কষ্ট পাইনা।
ওরা ঘর বাঁধুক ,
হোক ঋতুবদল
কিংবা গজিয়ে উঠুক বা শুকিয়ে যাক তৃণের দল।
ভাবি ওরাও তো সুখে আছে তোমার বুকে।
নাইবা হলো ঘর বাঁধা আমার
তোমার সাথে সুখে।

এই শত ছিন্ন নগরের বুকে,
আমার হারাবার কিছু নাই
আছি মহাসুখে না অসুখে?
কোনো দিনও দেখলে না
চোখে চোখ রেখে।

তোমাকে আজও
ওই মাটির ঢিবিতে খুঁজে পাই।
প্রতি সূর্যাস্তে নিয়ম করে আসি যাই,
তোমার একবার খোঁজ নিতে,
তোমার বলা কিছু কথা
এখনও,
বিঁধে আছে মনে ও বুকে।
বেঁচে আছি এখনো ধুঁকে ধুঁকে
আজও যে
শেষ হয়নি জীবনের সব লেনদেন।