সে যে ছিলো দাঁড়িয়ে
*************
বুভুক্ষু স্বপ্ন নগরীর মাঝে
দাঁড়িয়ে একা এক তরুণী অম্লান মুখে
আগামীর অগাধ স্বপ্ন যে তার চোখে বুকে
স্বপ্ন বেচার ফেরি ওয়ালার পথ  চেয়ে
স্বপ্ন নেবে গো স্বপ্ন
নির্ভেজাল স্বপ্ন  নেবে
গেছে সে সুর করে হাঁক দিয়ে!
সে যে দাঁড়িয়ে তার পথ চেয়ে।

ধুলোবালি ঝড়ে সবাই গেছে ফিরে
নিস্তব্ধতা বুক চিরে ফিরে আসে বারেবারে
প্রশান্তির বাতাসে দূর হতে কানে আসে
বুনো শেয়ালের গান
বুবুক্ষু নগরীর বুকে
সে যে তার পথ চেয়ে আঁখি দুটি অম্লান

পশ্চিমি পানে নগরের কোণে
উদয় হলো বৈশাখী ঝড়
লতা পাতা সনে ধুলো রাশি বাণে
উড়ে গেলো সব নগরীর চালা ঘর
ঊষাকালে এসে থেমে গেলো শেষে

তরুণী একা চেয়ে
নিথর শরীর শুয়ে
ধরার ধুলোয় লিখেছে সে তার নাম
বৈশাখী বাদলে আকাশের তলে
আমি চেয়ে আমার আকাশের পানে
তোমার স্বপ্ন আমার অন্তরে অন্তরে
এক পসলা বৃষ্টি নিও ধরে আমায় সঙ্গে করে
আমিও স্বপ্ন বেচতে চাই তোমার মতো সুর করে।