সে আসছে
|||||||||||||||||||||||||||||||

সচকিত সবসময়,
মনের অন্তঃকোনে শুনি
তার পায়ের আওয়াজ,
সে আসছে।

এই বুঝি এলো সে
বীরদর্পে বীরের বেশে।
অশ্রু কনার প্রতি বিন্দুতে
মোর বীরের কথা আছে গেঁথে।
সীমানা পারের শত্রুর বুকে,মুখে
রক্তের স্রোতে মাতৃভূমির চারিদিকে,
সে আছে মিশে দেশবাসীর চোখে।


আগামী,
মনভূমির মাটিতে বইছে
লবনাক্ত রক্তের ধারা,
ফেলে গেছে মোর বীর
বিপ্লবীর বৈপ্লবের একতারা
সুরের তারে মিশে যাবে,
উত্তম,অধম,আছে যত সর্বহারা।

নোনা রক্তের ধারা,
ছড়িয়েছে মরমে মরমে
শহর থেকে গ্রামে,
সামিয়ানা থেকে মাতৃভূমির সীমানা।
দেশদ্রোহী,আতঙ্কিরা যতই গড়ুক
সীমানার ওপারে আস্তানা।

অপূর্ণ রয়ে গেছে আরো কত মাতৃভূমির কাজ,
পাচ্ছি তার পায়ের আওয়াজ-
সে আসছে,বলছে আজকের যুবসমাজ।