সে আছে.....
////////////////

মুখ খানা তার ছিল যে মনে
আজি ভাসিয়া উঠিলবিরহ ক্ষণে
ভেসে ভেসে যায় সেই চন্দ্রমুখ
এতো বিরহে তবু মনে জাগে হারিয়ে যাওয়া সুখ ।
লয়ে প্রলয়ে লীলাছলে আজি উঠিল ভাসি
সেই মায়াবী আঁখি
আশক্ত শরীরের বিরহ বক্ষে
সে যে আজও মোর প্রাণ পাখি।

অঘ্রানের শীতে আল্পনা দিত নিজ হাতে
নবান্নের আহ্বানে ধান শীষের সাথে পূজদিত রাতে।
পিঠেপুলির  গন্ধে ঘর দুয়ার যেত ভরে।
তার রূপের ছটায় ভেসে যেতে উঠোন
প্রদীপের আলোয় আলো করে।

হাসিমুখ তুলে কলসি লয়ে কাঁখে
কলাপাতার তালে হলুদ শাড়ি সনে যেত দুলে দুলে।
পা-দুখান তার আলতা রাঙা,
নূপুরের ছন্দে ভরে যেত
আমার মন আর  এই চাঁপা ডাঙা।
নিত্যদিনে যেত ফিরে গোপালের সাথে গোধূলি বেলায়।
তারি লাগি পথপানে দিন কেটে যেত
পথের ধুলায় ধুলায়।

আজ-
শহরের উঁচু ছাদে দিশেহারা গোধূলি গেছে মিশে।
ধূলি ভরা পথের ধুলোয় তবু অঘ্রাণ
আছে জেগে
তার সেই মায়াবী মুখ আজও গেঁথে আছে
এই ঘুঁন ধরা বুকে ।