সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ
*********************
সত্য সেলুকাস কি বিচিত্র এইদেশ
কেউবা ফাঁকা বুকে গাঁজা ফুঁকে
কেউবা দারু পিকে হচ্ছে শেষ।
কেউবা মহাসুখে বিবেক বেচে
সামনে থেকে নিচ্ছে লুটে
কেউবা লুটিয়ে দিয়ে সবার সাথে
দিব্যি আছে বেশ
সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ।

কেউবা কথা বেচে বেঁকে বসে
গদাই চালে করেছে মগজ ধোলাই দিনেরাতে
কেউ বা শুকনো মুখে  স্মিত হেসে
নিঃশ্বাসে প্রশ্বাসে আফিম দিচ্ছে ঢেলে
কেউবা নেশায় নেশায় ভাবছে
স্বপ্ন দেখার মন্ত্র মেলে
এই নিয়েই জীবন জ্যোতি
ধিকিধিক চলছে বেশ
সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ।

কেউ বা লজ্জা বেচে
কেউ বা শরীর বেচে
ক্ষুধার জ্বালায় মরছে শেষে
কেউ বা পেয়ালার রঙ্গিন জলে
তুফানি চুমুক তুলে
নিচ্ছে মজা দুলে দুলে
কেউ বা বাতি স্তম্ভের তলায়
শীতের রাতে কুঁকড়ে শুয়ে
দিব্যি আছে থর থররিয়ে
নতুন ভোরের স্বপ দেখে
তারাও তারার পানে চেয়ে

আশার আলো আসবে আবার
সদয় হবেন দয়াল পরমেশ
সমস্বরে সবাই বলো
তুমিও বলো আমিও বলি
সত্য সেলুকাস
কি বিচিত্র এই দেশ