সাত রঙা রামধনু
--------------
যদি একটা রামধনু পেতাম
এক একটা রঙে তোমায় রাঙিয়ে দিতাম
তোমার রঙে রাঙিয়ে নিতাম
অন্তরের বিবর্ন স্বপ্ন গুলোকে
ঝিরি ঝিরি বৃষ্টির ধারায়
রঙের বিচ্যুতির খেলায়
তোমার এলকেশী
হয়ে যেত মনমোহিনী
দূর হতে আমি সিক্ত হতাম
ছড়িয়ে পড়া রঙবে রঙের দ্যুতির ছটায়
মন ছুঁয়ে যেত আবেশে
দিকহীন দিশাহীন
বলাকার মতো
কখনও নীল কখনও কমলা
রঙে ভেসে যেতাম
আর তুমি হতে
সেই সাত রঙা রামধনু