সরীসৃপ জীবন
।।।।।।।।।।।।।।।
সরীসৃপের মতো বেঁচে আছি
মাটি ঘেঁষে চলছে জীবন,
মেরুদন্ড,ঘাড় উঁচু করার মতো শক্তি নেই?
সময় নেই?
ইচ্ছা নেই?
নিজের গোছাতে ব্যস্ত
অন্য কে নিয়ে ভাবার দরকার নেই
তাই সময় নেই ইচ্ছাও নেই।
সরীসৃপের মতো চলছে জীবন
চারিদিকে চলছে এত উৎপীড়ন নিপীড়ন,
তবুও তো শান্তিতে আমি আছি,
নির্লিপ্ত নির্বিকার ভাবে নয়ন মুদে থাকি।
এত হাহাকার চিৎকারের মাঝেও
আপন চাওয়া পাওয়ার ব্যস্ততায় ডুবে থাকি সকালসাঁঝে।
ঘটনা দুর্ঘটনার ঘন ঘটায়
আমি তো বেঁচে আছি মহা সুখে।
লোকে বলে বলুক
স্বার্থপর ,স্বার্থবাদী লোভী লোলুপ
আমার সাধের জীবন কেটে যাবে
এমনি কোরে চোখ মুদে।
নিজের ছাড়া অন্য কারো'র
ভালো বুঝিনা বলে বলুক।
যতই বাড়ুক অত্যাচার ব্যভিচারের পাহাড়
কোনো টুঁ শব্দ করবো না
আমি যে মুখে এঁটেছি কুলুপ।
সরীসৃপের মতো চলছে জীবন
প্রতিবাদ প্রতিরোধের থেকে
দূরে দূরে থাকি,
চোখ খোলার নাহি প্রয়োজন
অন্যায় অবিচারের আরো হোক আয়োজন।
স্বার্থ মধুর দুনিয়ায় আমি সবার আপন
সবাই আমার অতি আপনজন।
নিজের প্রয়োজনে যখন যেখানে
যা চাই তাই পাই।
তাই আমার সরীসৃপ জীবন চাই।
বাকিরা নাই বাঁচুক-
কিংবা বেঁচে থাকুক,
রুগ্ন শুকনো অভুক্ত দুঃখ দৈন্য ব্যাধি জরাগ্রস্থ রসাতলে,
উৎপীড়ন নিপীড়ন শোষণ
অবিচার অত্যাচার ব্যভিচারের
মগডালে বসে আমার তো মহাসুখে যাচ্ছে চলে।
মেরুদন্ড ,মাথা ঘাড় উঁচিয়ে কোনো লাভ নাই।
তাই সরীসৃপের মতো বাঁচতে চাই।