শ্যাওলা
========
অল্প অল্প করে কেউ হচ্ছে শেষ,
প্রতিবিম্বের আলোয়,বলয় রেখায়,
শেষ হচ্ছে তার নিজস্ব স্বত্তা বিশেষ ।।
দুরত্ব বাড়লো,
দূর থেকে আরো দূরে,
প্রিয়জনদের আনাগোনা
মিলিয়ে যাচ্ছে।।
শেষ হচ্ছে সবই ,
শেষ হচ্ছে নিজেই,
বিন্দুবৎ হতে হতে সবই আজ ,
আতস কাঁচের নীচে।
মর্ম বেদনার উপলব্ধি,
সেই জানে -
যে হেঁটেছে আধা আলো অন্ধকারের গলি।।
আমার ঘরে আলো অনেক কম,
ঝড়ো হওয়ার মত এসেছিল সে,
বদলেছে পথ,ঘরের স্বচ্ছতায়
ভরে দিয়ে গেছে ধুলোমাখা ঝড় ।
কালবৈশাখী আসার আগে,
শিলা বৃষ্টির প্লাবনে,বন্ধ হয়ে গেল ঘরে-
বাইরের দরজা গলিপথের তোরণ ।।
বসন্তের শেষে কৃষ্ণ চূড়া রঙ,
হারিয়ে ঝরে গেছে,
স্বপ্ন কাতর শব্দ গুলো পড়ে আছে বেলা শেষে ,
বৃষ্টি নামার আগে
বলয় মলয়,ঢেকে গেছে
আঁধার কালো মেঘে।।
ক্লান্তির এই শেষ বেলায়,
অনুভূতি গুলো বিন্দুবৎ হয়ে যায় ।
ছোঁয়া যায়না,দেখা যায়না,
দূরত্ব অনেক বেশি,
আলোকবর্ষ ।।
স্মৃতির শ্যাওলা গুলো ভাসে ব্যাথ্যার সমুদ্রে ।।