মুক্ত গগণ
মুক্ত খগ
বন্ধন হীন বলগা জীবন
পাষাণ ভেদী উর্ধ্বমুখী আয়োজন।
দৃষ্টির অগোচরে আছে যে মন্ডল
তাতেও ধূমায়িত ধূলিঝড়।
রণরঙ্গে চতুরঙ্গে
আঠারো অক্ষৌহিনী সৈন্যদল
তারাও বিপাকে।
অহংকারের ফলায় বসে
লোভের লালায় অংক কষে
লক্ষ্য তোমার সিংহাসন।
দেখো চেয়ে
মরু ঝড় আসছে ধেয়ে
ঘুর্ণি পাকে সময় বড় অসময়
দিন তোমার সায়হ্নে
নগ্ন পায়ে পা ফেলে দেখো এবার
তপ্ত বালুর বুকে
বাজছে মাদল তালের সাথে তাল ঠুকে
হোচ্ছে খেলা হবে খেলা
সাহস কার করে অবহেলা
শুনতে পাচ্ছো কি মহা প্রলয়ের আওয়াজ
জল স্থল অন্তরীক্ষে বাজছে যে ঢক্কা নিনাদ
পালের হওয়া উল্টো দিকে
আভাস তার দিকে দিকে চারি দিকে
ওরে আমার পুতুলসোনা
এখন সময় শুধু অস্তাচলের দিন গোনা