সখি ভালোবাসা কারে কয়?
##################

নয়ন মেলে দেখবে যখন তুমি
তোমার থেকে অনেক দূরে আমি।
কণ্ঠ রুদ্ধ হোক বা নাই হোক,
মনের ভিতর নাই বা থাকুক
দুঃখ শোক।
কথাগুলো মোর বাজবে
তব প্রাণে,
স্মৃতির পটে ভাসবো তব
নিথর মনে।

অন্ধকারে মোমের আলো
দিয়ে যতন করে,
জীবন জুয়ার পাশা খেলায়
কখন গেছি হেরে।
সাধ ছিল বাসবো ভালো যদি
কখনো পাই তোমায়,
আশা নিরাশার অন্তরালে
হৃদিপটে রয়ে গেলে,