সাগরিকা             পর্ব-১
////////////////////////////////////
এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়ে,
গরম উষ্ণতার ঊষ্ণ প্রভাব
অজান্তেই মিলিয়ে গেছে
শীতল বাতাসে।
আনমনে আকাশ দাঁড়িয়ে
সমুদ্রের তরঙ্গে মন গেছে মিশে।
ঢেউ গুলো যেন সমুদ্র তটে নয়
আছড়ে পড়ছে বুকের পাঁজরে।
চায়ে চুমুক দিতে ভুলে গেছে
কাপ হাতে চেয়ে আছে
সমুদ্রের ফেনা পরে।

সন্ধ্যা তাঁর কালো চাদরে
বরণ করে নিল পুরো শহর।
জানেই না আকাশ,নেই কোনো
বাইরের খবর।
সমুদ্রের নীল রং ফিকে
হতে হতে গেছে হারিয়ে
অপলক নেত্রে নীল জলে
আছে তাকিয়ে।
যাত্রীবাহি জাহাজের ঝলমলে
আলো সেজে উঠেছে থরেথরে।
নিজের ফেলে আসা কিছু কথা
আকাশ নীরবে খুঁজে মরে।

হরিহর এসে বলে বাবু।
কাপ টা ফেরৎ দেন কাপ টা
ধুতে হবে।
হকচকিয়ে তাকিয়ে দেখে
হরিহর হাত বাড়িয়ে।
চা টা তুই কখন দিলি ভুলেই গেছি
তখন থেকেই হাতে নিয়ে
চুপচাপ দাঁড়িয়ে আছি।
দেন বাবু দেন কড়ক করে
কফি বানিয়ে দিই তোমারে,
কফি খান গরম গরম ভুলে যান
যে ছেড়ে গেছে সবারে।

বাবু তুমি খালি সময় নষ্ট কর,
দিদি মনির কথা ভেবে,
কত কষ্ট পাও সে কথা
দিদিমনি কি মনে করে !
কি হবে ?
বুঝল না দিদিমণি
বাবুর মনটা কত ভালো।
শুধু মনের মধ্যে দিনেরাতে
উচ্চাশা লালন করে ছিল।

বাবু আমি বলি ভুলে যান,
শান্তিতে বাঁচুন আর বাঁচুক
আরো দুটো প্রাণ।
কত্তা মশাই মা ঠাকুরণ
ভেবে ভেবে একসার
উৎকন্ঠায় দিন কাটান।


ক্রমশ.....…...............