সাগরিকা চতুর্থ পর্ব
/////////////////////////

বাবু এই রাখলুম কফির কাপ
গরম গরম চুমুক দিন চুপচাপ।
কি এত ভাবেন বাবু আকাশ পাতাল
ভাবতে ভাবতে নিজের কি করেছেন হাল।
এবার তো শরীরের দিকে একবারটি নজর দিন।
দিনে দিনে স্বাস্থ ভেঙে যাচ্ছে এবার তো যত্ন নিন।

হঠাৎ করে ঘরের মধ্যে ক্যারো
এসে পড়ে,
তিন চার বার লাফ দিয়ে
মেউ মিউ করে।
ঘরের দুটো প্রাণী তাকিয়ে
দেখে ক্যারোলিন
দিদিমনির প্রানের বিড়াল চোখের মনি।

এক শীতের রাতে সবাই মিলে
ব্যস্ত যখন চড়ুই ভাতে।
দিদিমনি মাঠের মাঝে এই
বিড়াল ছানা আবিষ্কার করে।
চড়ুই ভাতের আয়োজন ফেলে,
আদর করে ছানা টারে
নিলেন কোলে।

সেই রেতেই নাম করণের
পড়ল ধুম,
নাম দিতে হবে দিদিমনির আদেশ,
সবার কেড়ে নিল রাতের ঘুম।
পিয়া,মৌ,টুসী,টুনটুনি,আরো
কত নামের তালিকা এলো
নিজেই নাম দিলেন অনেক বাছ বিচার করে।
শেষে দিদিমনি নাম দিলেন ক্যারোলিন,
গলা গম্ভীর করে বললেন
বাকি নাম সব বাদ দিন।

দিদিমণি নিজেই নামটা
দিলেন ছোট করে,
ক্যারোলিন থেকে ক্যারো বলে
ডাকতেন আদর করে।
সেদিন থেকে আছে এই
বিষাদ ভরা ঘরে।
দাদাবাবুর সাথে থেকে থেকে
এটার মধ্যেও বোধয় হতাশা
গেছে ভরে!
আদর করে আকাশ কোলে
নিল তারে,
মিউ মিউ ছোট্ট শব্দে ঘরের কোনা কোনা উঠছে ভরে।

আকাশের সম্বিৎ আসে হরিহরের কথাশুনে,
যখন ও বলে ওঠে দাদাবাবু
দিদিমণি আসবে না ফিরে।
সব কিছু ভুলে গেছে নির্দ্বিধায় সব গেছে ছেড়ে।
কাত্তামশাই, মা ঠাকুরণের রক্ত চাপ যাচ্ছে বেড়ে।
যদি তোমায় কখনও একটু ভালোবাসত
পারত কি এমন করে ভুলে যেতে
কোনো দিনও কি দূরে থাকতে পারত।

আপনি শুধু মিছে মিছে ভেবেই
মরেন দিদিমনির কথা।
গেল হপ্তায় বাজারে দিদিমনির সাথে হয়ে ছিল দেখা।
মুখ ফিরিয়ে নিলেন তিনি,
এক বারও জানতে চাইলেন
না আপনার কথা।
তাই বলি আপনি শুধু ভেবে ভেবে
বাড়িয়ে হচ্ছেন কত্তা মশাই ,মা ঠাকুরণ
আর নিজের মনের ব্যাথা।

আমি নিজে থেকেই বলে ছিলাম
দিদিমনি দাদা বাবুর শরীর টা ভালো নেই।
দিনে দিনে কেমন বদলে যাচ্ছেন
নিজের শরীরের কোনো যত্ন নেই।
দিদিমণি বললেন আমায়,
ওসব কথা থাক হরিহর
তুই কেমিন আছিস বল।
ওদের কথা শোনাস না আর
বাকি অন্য কিছু বল।

বললাম আমি, দিদিমণি দাদাবাবু
এখনো তোমায় কত ভালোবাসে।
দিনে রাতে সব সময়
তোমার পথ চেয়ে থাকে।
সব কাজেই আনমনা
বাঁচে তোমার ছায়ার মাঝে
তুমি একটি বার ফিরে চলো ওই ঘরে
তোমার জন্য সবাই আজও
দুয়ার খুলে আছে।
ব্যাঙ্গ হাসি হেসে বলে তুই মিছেই মরিস ভেবে।
আমি কোনো দিনও ফিরব না
আর তোর দাদাবাবুর ঘরে।

ক্রমশ.........…....