সাগর থেকে দূরে
::::::::::::::::::::::::::::
অস্তিত্বের লড়াইটা কঠিন থেকে
আরো কঠিনে পর্যবসিত
জীবনের বাঁচার ইচ্ছা শক্তিবিন্দু
গতিহীন মোহনায় নিঃশেষিত।
অতল গহ্বরের কৃষ্ণতলে যে
যাচ্ছে নির্বিশেষে তলিয়ে।
সেকি আর ফিরে পাবে?
খুঁজে পাবে উত্থানের কিরণ
যাবে নাতো অমল আলোয় মিলিয়ে?

পায়ে পায়ে এগিয়ে যাওয়া জীবনটা
আজ ঝোলানো ঝাড় বাতির মতো।
চাপে অভিশাপে শুকিয়ে শুকিয়ে  
ঝরে যাচ্ছে স্বপ্ন মনের ভিতর ছিল যত।

দমকা হাওয়ায় উড়ে যাবে
বক্ষ মাঝে জমে আছে পাষান বায়ু যত।
সবই ভুলে যাবো চলতে ফিরতে
লালন করা মনের মাঝে বাড়তে থাকা ক্ষত।
মনের মাঝে গগন চুম্বী কত ছবি
প্রথম দেখায় আঁকা,
কোনো দিন কি বুঝেছিলে মনের মাঝে
জমতে থাকা না বলা ওই ভাষা।

পদ্ম পাতায় টলটলে জল
প্রেমের প্রাচীন নাম,
ভুলে ছিল আমার অবুঝ মন
যার দাওনি কোনো দাম।
আবেগ ঘন কথা গুলো
হাসির খোরাক ছিল তোমার কাছে,
মনের আবেগ হৃদি মাঝে কবেই গেছে মরে  
বাস্তবের ঐ শুকনো ছায়া শুধুই পড়ে আছে ।

পালকি করে শাঁখ বাজিয়ে
উলু দিয়ে পরবাসে গেলে রাজরানী হয়ে,
সারা শাড়ী,শরীর জুড়ে জড়িয়ে আছে
দামি দামি আভরনি দিয়ে।
পালকির তালে সবার সাথে বিদায় দিলাম
আমিও চোখের জলে ।
সেদিন থেকে ধুঁকে ধুঁকে শুকিয়ে গেছে
জীবন নদীর ধারা সাগর থেকে দূরে।