সাপ সিড়ি খেলা
///////////////////
প্রতিনিয়ত অহঃরহঃ চলছে সবার মস্তিষ্কে।
প্রতিহিংসা,জিঘাংসার সুকৌশল,
ছেয়ে গেছে জিভের অগ্রভাগে,
চোখের পলকে বিশ্বাস,বিশ্বাসী বদলে যাবে
বিশ্বাস ঘাতকের দলে।
মারণ খেলার অস্ত্রে আজ জড়ো হয়েছে সবার চোখ।
বিবেকের রন্ধ্রে রন্ধ্রে বাড়ছে
জিঘাংসার মাপযোগ চোরা স্রোত।

যে কল্পতরুর ছায়ায় বানিয়েছো
লাল গালিচার সুদীর্ঘ মখমলের পথ,
যে আশায় ছুটছে তোমার কামধেনুর
কালজয়ী বিজয় রথ,
তারও তলে তলে বইছে
প্রতিহিংসা জিঘাংসার অভ্রভেদী অবর্থ্য বাণ।
অচিরেই বানাবে সে তার মনবাঞ্ছার
মর্মস্পর্শী নতুন লাল গালিচার সোপান।

যে আজ তোমার চলার সাথী দিনে রাতের বৈশাখী,
তৈরী থেকো খুব শীঘ্রই বইয়ে দেবে
সে চেনা জানা কালবৈশাখী।
আবেগে চিন্তায় আনবে তোমার
বৈপ্লবিক পরিবর্তন,
জানো না তুমি
তোমার গোচরে অগচরে সবাই আজ
জিঘাংসার নকশায়
প্রতিহিংসা পরায়ন।