রৌদ্র সেবন
।।।।।।।।।।।।।।।।।
নির্দ্বিধায় করে চলেছে
সর্বগ্রাসী মন্ত্রচারন
আমরণ,হরণ, ক্ষরণ, মহা মারণ।
অহঃরহঃ চলছে জাতির বুকে
বিজয় উল্লাসে নাচছে কেউ
মুষড়ে পড়ছে কেউ শোকে।

লীলা খেলার ছলাকলায় ।
কারো উদর হচ্ছে পূর্তি,
বিকার গ্রস্থ জারক মেলায়
অহর্নিশি করছে সবাই ফুর্তি।
জ্বলছে শহর জ্বলছে নগর
জ্বলছে জনজীবন
জরাগ্রস্থ মন্ডল আজ করছে
রৌদ্র সেবন।