রোজপার্ক
#######
তুমি আর আমি তোমাতে আমাতে,
কথা ছিলো ছায়াপথ হেঁটে যাবো
কোনো এক ফাল্গুনী রাতে।।
পরোতে পরোতে ফুলকি লাগা আগুন ঝরা হওয়া,
বাঁধন খোলা হিমেল হওয়ায় ভালো লাগার ছোঁয়া।
মাঘের শেষে খোলাচুলে টোল ফেলা ওই হাসি।
নিথর মনেও জাগায় আশা বেলা ,অবেলায়, দিবানিশি।

একবিন্দু জলের স্রোতেও বন্যা হয়ে যায়,
পাশে থাকবে তুমি ভেবে ,
অসাড় শরীর প্রাণ ফিরে পায়।
পরনের ওই হলুদ শাড়ী খোঁপায় চাঁপা ফুল,
ঘুরে ফিরে শুধুই আসো ,
একি শুধুই মনের ভুল?

কথাছিলো দেখা হবে রোজপার্কের গেটে,
ফুলের তোড়া হাতে নিয়ে সকাল থেকে সন্ধ্যে ,
সময় গেল কেটে।
তিনদিন পর খবর পেলাম আরাধনার পালা।
নিছক,শুধুই কথা ছিলো ?
হলোনা আর তোমাতে আমাতে ছায়াপথ চলা।

রাতের তারার আকাশে মিটিমিটি করে চায়,
স্মৃতির কালিতে কত ছায়াপথ আসে আর যায়।
দোহার গান ভেসে আসে কানে,
ছায়াপথ ,ছায়াপথ কথাটা বেঁচে রইলো প্রাণে ।