রং হীন রামধনু
////////////////
দিগন্ত রেখায় ধরা দিলো রামধনু
আজ সে বড় অসহায়
বাঁকা ধনুকের মতো নয়!
রং হীন,সোজা।
সব রঙ মুছে গেল ?
কি হলো?
রং  কোথায়?
অথচ কিছু সময় আগেও
রং ছিল, সাত রং ।
ঝিরিঝিরি বর্ষা,আর মিঠে রোদের
লুকোচুরি এখনোও আছে।

ক্ষণকাল পরে......

সেই পরিচিত আকাশ আছে
সেইদিগন্ত রেখাও আছে
শুধু রামধনু নেই
বৃষ্টিও নেই।
আজ নেই এর পাল্লাটা অনেক ভারী।