রং হীন আকাশ
///////////////////
সবাই ,
সব কিছুর মধ্যে সুখ দেখতে পায়
সমস্ত কিছুর মধ্যে আনন্দ দেখতে পায়
সব কিছুর মধ্যে রং দেখতে পায়
আমার নজরে তো শুধু দুঃখ ধরা পড়ে।
আমার চোখে শুধু ব্যথা টাই ধরা দেয়
আমার মনে প্রানে হৃদপিন্ডে খোঁচা দেয়
আমার চোখে সব কিছু রং হীন বিবর্ণ ।
আজ আমি শব্দ হীন বাক্য হীন
অন্ধকারের যাত্রী
রং হীন গোধূলির আকাশে
সন্ধ্যা তারা খুঁজি।