রক্তে রাঙা মায়ের আঁচল
**************

বিদগ্ধ নগরী আজ ঘুমিয়ে
যেন কুম্ভকর্ণ
গুণীজনের মুখে কুলুপ চোখে কালো ফিতে
যারা জেগে অগ্রে দাঁড়িয়ে সহোদর লম্বা কর্ণের।
বিদগ্ধ নগরী জ্বলছে
গোধূলি থেকে রাত থেকে গোধূলী
চামচিকির চিৎকার
লুটের প্রসায় চোখে আসে

দূরে অসহায়
বে-সাহারা মা
চোখে গঙ্গা ধারা
সড়কে শায়িত উত্তরসূরি
সত্তা সরকার মনুষ্যত্ব
শাসন আর শোষণের যন্ত্রে
সব কিছু বিকল
গোধূলি আকাশে ভেসে যায়
রক্তে রাঙা মায়ের আঁচল।