রাগ রাগিনী ও প্রেয়সী
##############
সে তার ডাক শুনেনি
শুনেছে তার সেতার।
সেতার বেজেছে বুঝেনি
বেজেছিলো মনের বীণার তার।
সে ছিল অবোধ,অবুজের দলে,
অশ্রুসিক্ত চোখে
ডেকে ডেকে গেছে চলে।
যে গীত বেজেছিলো মনের হিয়ায়,
রিক্ত হস্তে নয়ন জলে দিলো বিদায়।
প্রেমের সাগর তীরে বেলা বয়ে গেছে,
বার্ধক্যে শুধু সেতারের শব্দ কানে আছে।
যে প্রেমের কুঁড়ি ছিল শাখায় শাখায়,
যে আবেগ ছিল মনের পাতায় পাতায়।
আবুঝ মনের সাড়া না পেয়ে
শুকিয়ে গেছে অগোচরে,
পত্রে পত্রে পত্রাগ্রে মনমুগ্ধ
শিহরন,গেছে মরে।
আছন্ন ছিল অবচেতন মন
সেতারের সুরে।
বুঝতে দেরি হয়ে ছিল মোর
সময়ের স্রোতে কেটেছিল ঘোর ।
আশীতে আজি জর্জরিত মন,
খুলে গেছে আবেশী নয়ন।
বিরহে যায় বৈরাগী বিকাল,
রাগিনী রাগ করে শুধু বিরাজ,
সেতারের তারে প্রহরে প্রহরে,
সূর্যাস্তের হলুদে মিশে গেছে আজ।