পুরুষ  না নারী বুঝিতে না পারি
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
এসেছে সময় বড় বিভ্রাটময়
লম্বা চুলে পুরুষ ছাঁটা চুলে নারী
একেই বোধহয় আধুনিক  কয়
জ্ঞানের বাতি রকেট গতিতে দিচ্ছে পাড়ি
ভাষণে ভূষনে সামনের আসনে
অগ্রসরের আগ্রাসনে নারী
পশ্চাদে যেতে যেতে
কে যে অনাচারি
কে যে উন্নয়নের সওয়ারী
পুরুষ না নারী  চিনিতে না পারি

স্বামী স্ত্রী দুজনে দুজনকেই বলে বেবি
কোনো রঙে রাঙাচ্ছে এরা সমাজের ছবি
কথা বলে আধো আধো আল্হাদে তোতলিয়ে
এটাই নাকি গদগদ
সোহাগের ভাষা সমাজে দিচ্ছে ছড়িয়ে
পুরুষ এখন নারী সার্জারির ফলে
নারী এখন পুরুষ আধুনিকতার জালে
নিজ নিজ বেশ ভুষা সবাই দিচ্ছে ফেলে
পুরুষ নিচ্ছে মায়ের স্বাদ নারী নিচ্ছে মজা
খোদার উপর খোদাগিরি কে ভুগবে  সাজা
বেড রুমে সোশ্যাল মিডিয়া
পকেটে হাতে এন্ড্রয়েড ধারী
মনের কোঠা ফাঁকা সঙ্গে নাই পিটুইটারি
পুরুষ না নারী বুঝিতে না পারি।

উন্নয়নের নাম করে আধুনিকতার হাত ধরে
তিতলি সবাই রংবে রঙের রকমারী
সময় বড় বিভ্রাট ময়
পুরুষ না নারী বুঝিতে না পারি।