পুরনো অপু,পর্ব-৫
////////////////////////
গতকাল দেখলাম তোমায় চার্চ গেটের সামনে
সাথে তোমার নতুন অপু সহাস্য বদনে।
তুমি বাম কাঁধে মাথা রেখে
দুহাতে নতুন অপু কে জড়িয়ে,
ধীর পায়ে পা ফেলে  যাচ্ছো এগিয়ে
ক্যাট ওয়াক করে সবকিছু ছাড়িয়ে।

একই দৃশ্য মনে পড়ে -
সাউথ সিটি মলে
তুমিও একদিন-
আমার কাঁধে মাথা রেখে এইভাবে ছিলে।
কখনও ভাবিনি মনে
দেখবো তোমায় কোনোদিন
কোনো নতুন অপুর সনে।

আমিও একদিন স্বপ্ন দেখেছিলাম
তুমি থাকবে চলার পথে
যোগ বিয়োগের জটিল খেলায়
বিয়োগ টাই রয়ে গেছে ।
ছাব্বিশ টা ফাগুন কেটে গেছে
আজও জানতে চাই
কার উৎসাহে দিয়েছিলে তুমি আমার প্রেমে ছাই।
কি প্রয়োজন ছিলো তোমার
প্রেমের ছ্বল করতে,?

ভাবছি,সময় বদলায়
তার আগে মানুষ বদলায়
কথাটা তুমি বলতে বারবার
কথাটা আজ বুঝলাম,
আরো আগে বোঝার ছিল ভীষণ দরকার।
জানো অপর্ণা
দুজনের মধ্যে চকলেট নিয়ে
খুব ঝগড়া হয়েছিলো
তোমার পছন্দ ফাইভ স্টার
আর,আমার পছন্দের কেডব্যারি ছিল।
আরো ছোট ছোট কত গল্প মনে পড়ে
ভাবলে শুধু কষ্ট বাড়ে,দু চার বিন্দু অশ্রু ঝরে।

সম্বিৎ ফিরলো ট্রেনের হর্ন এ-
তাকিয়ে দেখি ডাউন ট্রেন প্লাটফর্মে দাঁড়িয়ে।
ট্রেনে বসে বসে কত কথা
মনের মাঝে তোলপাড় করছে।
আজ কিন্তু ট্রেনটা দু ঘন্টা লেটে নেই
সঠিক সময়ে ছাড়ছে।

ক্রমশ....