পুরনো অপু -পর্ব-৩

///////////////////////

চিঠির কথা মতো
এলাম রেল লাইনের বড় সেতুর উপর ,
তোমার অপেক্ষায় পথ চেয়ে রইলাম
ধৈর্য্য অধৈর্য্য-র দ্বন্দ্ব  সেদিন বুঝে ছিলাম।
সূর্য্য ডুবু ডুবু-
গোধূলির আকাশটা  আজ যেন একটু বেশি কমলা
ধীরে ধীরে কমছে রাস্তায় পথচারীর আনাগোনা ।
সন্ধ্যে নামল কালো ঘুমটা পরে
চোখ দুটো তোমায় খোঁজে সন্ধ্যার অন্ধকারে।
সময় কাটে না ,ঘড়ির কাঁটা চলে না
নির্বোধ মন আজ যেন কোনো বাধা মানে না।

অন্ধকারের অনেক অনেক পরে তুমি এলে
ময়ূরকন্ঠী রঙের সালোয়ারের ওড়না মেলে ।
ওই কালো অন্ধকারেও তোমার রূপের বন্যা ভেসে যায়,
সোনালী গমের রঙে
তোমার মুখটা নতুন করে কে যেন এঁকে যায়।
আবেগ,প্রেমে আর আশা নিরাশা মনের কথা
সেদিন নতুন করে টের পেলাম
বিয়োগ জ্বালার কি ব্যাথ্যা!

হাত দুটো ধরে বোবা হয়ে তাকিয়ে রইলাম
রাগে অনুরাগে ঠোঁট দুটো কেঁপে যায়
যদি জানতে-
পাঁজর ভাঙা কষ্টে কিভাবে কাটালাম।
চোখের জলে বয়ে গেল
তিন মাসের জমানো যত ভাষা।
আবেগ গুলো প্রাণ পেল ,
প্রাণ পেলো বুকের জামাট বাঁধা কথা।
বোবা কান্নায় কাটলো সময়
নেই যে তার কোনো পরিমাপ।
ফুঁপিয়ে ফুঁপিয়ে পড়লো ঝরে মনের যত অনুরাগ।