পূর্ণ গ্রাস গ্রহণ
////////////////////////
ন্যাড়ামুড়ো গাছটা দাঁড়িয়ে আছে
ধীর স্থির হয়ে,কোনো ভ্রূক্ষেপ নেই ,
চারিপাশের ঘটনা প্রবাহে
নির্বিকার দিন দিনের চলমান আবহে।
অবহেলিত অপাংতেয়ের দলে
কবে ভিড়ছে জানেই না সে।
আশা নিরাশার বোঝার মাঝে
বোঝা হয়ে আশ্বাসে বিশ্বাসে
দাঁড়িয়ে অনায়াসে।
কত লতানো বিরুৎ,পরাশ্রয়ী
পরগাছা জড়িয়ে বেচেঁ আছে
তার খসখসে দেহ জুড়ে।
কত লতা গেল জ্বলে পুঁড়ে,
কত যে হয়েছে থুড়থুড়ে
কত স্বর্ণ লতা এগিয়ে গেছে তেড়েফুঁড়ে
আরো কত কিছুর ইতিহাস
লুকিয়ে আছে তার শিকড়ে।
বাহারি পাতার বাহার,
বাহারি ফুলের মেলা,
তারুণ্যের বেলা গেছে ঝরে।
শক্ত বাকল ছেদ করে বাসা বেঁধেছে
কাঠঠোকরা বাহারি শরীরের অভ্যন্তরে।
পরজীবী গাছে বাহারি
দেহ ঢেকে গেছে,
আছে কিছু বেঁচে ন্যাড়া মুড়ো
শাখা প্রশাখা।
শীতল ছায়ার নিচে প্রাণ জুড়াত যারা ,
নত শির মুখে পাশ দিয়ে চলে যায়
দেখেও অদেখা
যেন লেগেছে কোনো
পূর্ণ গ্রাস গ্রহণ রেখা।