পূর্ণিমা শেষে
/////////////////
উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে
গভীর দীর্ঘশ্বাসের সাথে একটা নিশ্বাস নিলাম
বাতাসের স্বাদ আছে ভুলেই গিয়েছিলাম।
চোখ দুটো ঝাপসা এখন
আকাশের রঙ চিনতে পারিনা,
কিন্তু অনুভব করতে পারি।
অনুভব করতে পারি ওদের আবেগী নকশী কথার ভাষা।

কত দিন পরে -
আবার ওই বুড়ো বট গাছের তলায় এলাম,
কতদিন পরে আবার মুখ তুলে দেখলাম গাছটাকে।
আর ঝাপসা দৃষ্টিতে দেখলাম ওর সেই পরিচিত-
সবুজের শিহরণ।
আজ-
আকাশটা আরো বেশি স্বচ্ছ
আরো বেশি মিটিমিটি তারায় ভরে গেছে।
আমি জানি তুমিও ওদের সাথে খুব ভাব জমিয়েছো।

মনে পড়ে তোমার
আজ পূর্ণিমা?
তুমি আর আমি
ওই দীঘির পাড়ে বসে গল্প করতাম!
তুমি বলতে
আমায় কোথাও না পেলে
ঠিক পাবে এই দীঘির জলে!
যেখানে আকাশ, তারা জল আর
পূর্ণিমা তিথি এক সাথে মিশে যায়।

তারার আলো জলের ঢেউয়ে
খুব সুন্দর নকশা দিয়ে যাচ্ছে ,
তুমি যেমন বলতে-
সেই রকম দরদী নকশা।
দেখো আমি এসেছি
ওই দরদী নকশার সাথে -
শেষ বারের মতো মিশে যেতে-
পূর্ণিমার শেষ প্রহরে।