পুরনো অপু, পর্ব-৯
///////////////////////
কোনো দাদা নেই আমার
কোনো দাদা দেয়নি চিঠি
সেদিন কে নেড়ে ছিল শয়তানের কাঠি।
এতগুলো বছর ধরে,
দিনেরাতে পাগলের মতো অপু খুঁজেছি তোমারে।
চার্চ গেটের সামনে কাকে দেখতে ,
কাকে দেখেছিলে
তোমায় ছেড়ে অন্য কারোর কাঁধে
মাথা রাখবো কি করে ভাবলে।
ছাব্বিশ টা বছর ধরে
শুধু বিয়োগ কষেছি বারেবারে।
কখনোও কি ইচ্ছে করেনি বলতে একবার কথা
তাহলে তো জানতে পারতে
মনের মাঝে জমে আছে কত অজানা ব্যাথা।
একদিন বাড়ির থেকে কোনো ক্রমে পালিয়ে
গিয়েছিলাম তোমার ঘর।
দূর ছাই করে তাড়িয়ে দিলো
যারা ছিল তোমার আপনার আপন।
হাতে পায়ে ধরে অনেক মিনতি করে
জানতে চাইলাম কোথায় তুমি?
কটু কথা শুনিয়ে বললো সবাই
আর কখনো যেন না যাই আমি।
সেইদিন থেকে একা একা বন্দিদশা ঘরে
কোনো ক্রমে বেঁচে আছি এই বন্ধ কারাগারে
ক্রমশ....
ঘর○>ওরফেনেজ ।