পুরনো অপু - পর্ব -২
//////////////////////////
তোমার আমার প্রেমের কথা যেদিন জানাজানি হলো
সবার আগে কাজল কাকী
জানতে পেরেছিলো!
শনিবার দিন মন্দির পাড়ে
কৃষ্ণচূড়া গাছের তলে -
আমাদের দুজনকে চিনতে পারে।
তারপর বেশি সময় লাগেনি
বিদ্যুৎ বেগের গতি নিয়ে লোকের মুখেমুখে ছড়িয়ে পড়ে
গ্রামের এক প্রান্ত থেকে ,
আরো তিন গ্রামের শেষ প্রান্তে।
সবার চর্চার বিষয় হয়ে উঠলাম
আমরা দুজন দিন দিনান্তে।
তুমি,দাদার বাবার বকুনিতে ভয় পেলে
তিন মাস বাড়ির থেকে বেরুলে না,
কোনো খবর না দিলে ,
কোনো খবর না নিলে।
অপেক্ষায় থেকেছি চাতকের চোখ করে।
যদি কোনো খবর পাই এই ভেবে মরেমরে।
তার পর একদিন
তোমার একটা চিঠি পেলাম।
চিঠিটা -
তোমার দুঃসম্পর্কের এক দাদা
দিয়েছিল পরে জানলাম।
সেদিন যেন মরা গাঙে নতুন করে বান এলো
শুকিয়ে যাওয়া গাছটা যেন
আবার সবুজ পাতায় প্রাণ পেলো।
নানা রঙে আকাশ আবার হলো রঙ্গিন
আরো উজ্জ্বল হলো চাঁদ
আরো জ্বল জ্বল করতে লাগলো,
আঁধার রাতের তারা গুলো
যারা আলো হারিয়ে ছিলো এতোদিন।
বাঁধ ভাঙা খুশি বোঝানো বড় ভার
কবে আবার তোমায় দেখতে পাবো
ভেবে ভেবে দিন গুনছি বারবার।