পুরনো অপু, পর্ব-১০
/////////////////////////
অপু,শেষ দিন পর্যন্ত চিনতে পারলে কোথায়?
ভুল বুঝে ভুলের বোঝা বাড়িয়ে
দায়ী করলে আমায়।
মনের মাঝে জমিয়ে রাখলে পাহাড় প্রমান অভিমান,
জেদের বসে অভিমানে বিলিয়ে দিলে নিজের প্রাণ।
দৌড়ে দৌড়ে গেল ওরফেনেজে-র বাগানে
যেখানে চির ঘুমে শায়িত অপু নিশ্চিন্ত মনে।
কেঁদে কেঁদে ভাবে -
কেবা আপন কেবা পর।
আপন ঘরের ভিতর কে বাঁধলো শত্রুর ঘর।
আর গেল না সে ফিরে আপন বাপের ঘরে
স্বপ্ন যত আজ তার অপু আর ওরফেনেজ কে ঘিরে।
অপর্ণা
অন্তর থেকে যোগিনী হয়েছিল অনেক দিন আগে
শুধু সাজ টাই বাকি ছিল যোগিনীর সাজে।
মর্মেমর্মে মর্ম বেথ্যায় জ্বলে পুড়ে যায়।
অপুর শোক আর হাজার প্রশ্ন
দিনরাত কুরেকুরে খায়।
কেমন করে বদলে গেল ?
কে বদলে দিলো ভূগোল?
অপু তুমি কি এখন ভালো আছো?
ভালো লাগছে তোমার স্বর্গলোক?
কোনো দিনও ক্ষমা করবো না
যে সব দুর্মতি আছে আমার এই দুর্গতির পিছে
মাহিষাসুরমর্দিনী র মতো বধ করবো তাদের
পায়ের নিচে রেখে।