প্রেম আজ বিজ্ঞাপন
/////////////////////////
প্রেম আজ দগ্ধ মানসিকতায়
প্রেম আজ পচা দুর্গন্ধ স্তুপের গোলাপ ফুল।
প্রেম আজ দেনা পাওনার দাঁড়িপাল্লায় দাঁড়িয়ে
প্রেম আজ নিছক একটা শব্দ
শুধু সময় কাটানো
একটু এগিয়ে বললে
দৈহিক চাওয়া পাওয়ার খেলায় মেতে ওঠা।
আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া
পচনশীল প্রেমের বিজ্ঞাপন।

প্রেম আজ রঙিন কাগজ ফুল
শুধু পসরা সাজিয়ে রাখা
এক নির্জীব গন্ধহীন বর্নহীন
অচল প্রেমের অয়েল প্রিন্ট।
যেখানে মনের আবেগ নেই
ভাব নেই  ।
ভালোবাসা নেই
নেই কোনো  হৃদ বন্ধন
আছে শুধু বাহারী চমক আর হিসেবের বিজ্ঞাপন।