প্রেয়সী মোর
########
তুমি আমার নিশুতি রাত,
আলো জোনাকির।
তুমি আমার ঝিঁঝিঁপোকা,
শব্দ মৌমাছির।
তুমি আমার মনের খরা,
তপ্ত বৈশাখী।
তুমি আমার ঝারা শ্রাবণ,
মন যে উদাসী।
তুমি আমার উতল হওয়া
ব্যাথ্যার সাথী মোর।
তুমি আমার মন ময়ূরী,
ফিঙে শিসের ভোর।
তুমি আমার প্রাণ সজনী,
দিবা রাতির সোহাগ।
তুমি আমার মনের বেদন,
প্রেমের নদীর জোয়ার।
তুমি আমার মরা কটাল,
তুমি একাদশী।
তুমি আমার অমাবস্যা,
সুখ দুঃখের হাসি।
তুমি আমার ভিজা শ্রাবণ,
যুগল নয়ন জ্যোতি।
তুমি আমার চলার সখী,
কালো রাতের সাথী।
তুমি আমার পরশ পাথর,
তুমি আমার প্রাণ।
তুমি আমার সূবর্ণ গোলক,
তুমি আমার মান।
তুমি আমার আবেগ ঘন,
পাগল পাগল মতী।
তুমি আমার জীবন রথের,
কুশল সারথী।