প্রজন্মের গান
//////////////////

মাটিতে নেই আজ মাটির সোঁদা গন্ধ
মাটিতে নেই আজ মাটির সেই উর্বরতা
বৃষ্টিতে ভিজে না আজ এই  মাটি
কৈশিক জলের রাস্তা সব বন্ধ।
এ যে আজ তপ্ত মরুভূমি।
এ মাটিতে আজ শুধু বারুদের গন্ধ।

ক্যাকটাসে ধরেছে ফুল
সেই ফুলেও বিষ বাষ্প ভরা,
পান্থপাদপে নেই জল
বেদুইনের পথও আজ ক্যাকটাসে মোড়া।
পূর্ণিমার চাঁদ আজ দা'য়ের(কাস্তে) মতো সরু
যেন মেঘে ঢাকা কালপুরুষের তারা।
সবার অগোচরে মজ্জায় মজ্জায় ঘুনলাগা হয়েছে শুরু।
আশেপাশে চারিপাশে সবাই আজ ঘুণে'র মহাগুরু।
উলু খাগড়ার বনে বইছে এখন মুষলের বাণ।
অলক্ষে জ্বলছে স্খলনের শিখা লেলিহান।
বর্ষার জলেও আজ লেখা বারুদের জয়গান।
কোথাও তিল ধারণের জায়গা নেই
নেই কারো পরিত্রাণ।

যে বৃক্ষ মাথা তুলেছে আজ মরুভূমির বুকে
যে বেঁচে আছে ধুঁকে ধুঁকে,পর্নমোচী রূপে ।
ছায়া নেই ফুল নেই পাতা নেই
শুধু বারুদের গন্ধ শাখা প্রশাখায়
আর কাষ্ঠ গুলিতে।