পর্ণমোচী
#########
খেকরা মতন দেখতে খোকা,
ডেবরা ডেবরা চোখ,
তাহার মাঝে আছে খোকার ,
খোঁচা খোঁচা গোঁফ।
হাফ ছেড়ে ওই বাঁচলো কনে,
পালিয়ে গিয়ে বনে
ভাগ্য ক্রমে বাঁধলো বাসা ,
মুগলি বাবুর সনে।

প্রেম পিরিতের অগাধ জ্বালা -
বুঝল বৃদ্ধকালে।
সবই কখন হারিয়ে গেছে ,
ঘূর্ণাবর্তের জালে,
বছর কয়েক এক দুপায়ে-
ছিল মায়া জাল,
প্রেমের নামে বুজরুকী,
সব ছিল কিছুকাল।


এখনো সবই ফিকে লাগে ,
আবির রাঙা মন।
হারিয়ে গেছে প্রানের ছোঁয়া ,
আর কাশফুলের ওই বন।
প্রহর কাটে সখার আসায় ,
যদি আসে ফিরে?
বুকে করে রাখবো তোকে ,
যেতে দেব না দূরে।

ভুলবুঝেছি অনেক সোহেছি  ,
চাওয়া পাওয়ার খেলায়,
সবই হারিয়েছি  বুঝলাম আজ,
এই পড়ন্ত গোধূলি বেলায়।