পরিখা আজ
/////////////////////
কয়েক দিন আগেই পরিখার জল ছিল
স্বচ্ছ, নির্মল,চকচকে
আজ পরিখার জলে বেড়েছে ঢেউ।
একের ওপর আর একটা আছড়ে পড়ছে
উৎসাহের সাথে।
জল ঘোলাও হয়েছে,
আরো বেশি অস্বচ্ছ, আরো বেশি কর্দমাক্ত
জলে মিশেছে বেনো জল?
পরিখা আজ পরিত্যাক্ত।
মাছগুলো মুখতুলে চারিপাশ দেখছে,
কখনো শির তুলে শরীর কাত করে
শ্বাস বায়ু নিচ্ছে।
জলে আর শ্বাস বায়ু নেই?
না উৎসাহ উদ্দীপনা ভরা জলক্রীড়া?
কিছু মাছ আছে অগোচরে পাঁকের ভিতর।
নীল আকাশ ছেঁড়া কালো বাদলে ভরা,
প্রভাকরের তেজ কালো বাদলের কাছে হয়েছে নত,
কালো ছায়ায় ঘিরে ধরেছে পরিখা।
দিবাকরের তেজ আসবে ফিরে!
শুকনো হবে ওই ঘোলা জল?
এক বাজের আকাশ পথে পরিখা পর্যবেক্ষন,
হাঁ করে শ্বাস নেওয়া মাছ
গুলোর প্রতি নজর।
যারা পাঁকে তারও আজ ভীত!
এখন অপেক্ষার শুধু সময়ের
সাথে ভরা উজানের,
অপেক্ষা শুধু বাজের খিদের জ্বালার।