পোড়া মন
///////////////

শুকনো পাতা গুলো-
উন্মাদ হওয়ার স্রোতে এলো মেলো ভাবে উড়ে যায়
আবেগে না উদভ্রান্ত খেয়ালে?
সে শুধু দুজনেই জানে,
ওই শুকনো পত্র পাগল পবন নীরবে কত কথা বলে ।

কানে আসে একটা পাতার
আছড়ে পড়ার শব্দ,
যেন তীর বিঁধলো এসে বুকে।
যেন চোখের সামনে দেখায় অদৃষ্টকে।
দিগন্তের দক্ষিণ কোণে গাঢ় কালো,মেঘের আনাগোনা
কিছু কর্কশ,কিছু রূঢ় ।
অশান্ত মনের অশান্ত ভাবনা গুলো জমে জমে হচ্ছে গাঢ়।

বৃষ্টির সৃষ্টিছাড়া বার্তা এলো ধেয়ে
বারি বিন্দুতে শরীরে শান্ত-আবেশ এলো ছেয়ে।
জ্যোতিষ্কলোকে তব বিচরণ
দিবানিশি হয় যে আলোর বিচ্ছুরণ
সে আলোর ছটায় ঘুচে না কালো
এত আলোর মাঝে কম লাগে তব আলো।

যে উল্কার গতিতে প্রবেশ তোমার
যে জ্যোতিষ্ক লোকের শিরমনি তুমি।
যে অলৌকিক নগরের নাগরিক তুমি,
অহংকারের তালা চাবিতে বন্ধ করেছো সেই অন্তরভূমি।

কি অদ্ভুত এই পোড়া মন
দিনে রাতে খুঁজে মরে চেনা সেই আবেশী নয়ন।
লাল পলাশে গন্ধ খুঁজে যায়
অলীক বাসনা তবু মন কি মানতে  চায়!!