প্লাস লেখা
/////////////

অতি বিনম্রতার সাথে
সুবাসিত দমকা হওয়া ছুঁয়ে গেল  মন প্রাণ অন্তর
স্পর্শে ভরে গেল উথালপাথাল মনের ঝড়।
অন্ধকারে ডুবে আছে সামনের রাস্তাটা
চোখের জ্যোতি বাড়িয়ে দেখলাম
সরু রাস্তাটা-
এক গাছের তলায় গিয়ে শেষ হয়ে গেছে।
গাছটার তলায় এসে দাঁড়ালাম
গন্ধটা আরো প্রখর আরো চেনা
আরো কাছের
আরো অনেক বেশি পরিচিত
লেখার ভালোলাগার সেই
পাগল করা ছাতিমের গন্ধ
আর সেই ছাতিম গাছ।

যার তলায়-
যার গন্ধে কেটেছে
কত স্বপ্নের গোধূলি বিকেল
কৈশোরের আবেগ ঘন সন্ধ্যা।
হাতড়ে হাতড়ে বাকলে হাত দিয়ে -
খুঁজে দেখলাম,
আজও টিকে আছে
আবেগের বশে লেখা
তোমার আমার নাম।
আকাশ প্লাস লেখা।
লেখাটার সাথে রয়ে গেছে
আবেগের বিবর্ণ কথামালা।

আমি পারিনি
কিন্তু ছাতিম পেরেছে
তোমার ভালোলাগার মূল্য দিয়ে
আজও নিয়ম করে
তার গন্ধ দিতে ।
প্রানভরে বুকভরে -
একটা গভীর শ্বাস নিলাম ।
ছাতিমের সুবাসিত গন্ধে
কয়েক দন্ড কাটালাম
মনে মনে বললাম শেষ নিঃশ্বাস যেন তোমার গন্ধে,
তোমার ছায়াতলে হয়।

দীর্ঘশ্বাস আর কয়েক বিন্দু জল
গড়িয়ে এলো দু চোখ দিয়ে।
না ছাতিমের কাজে এলো
না গন্তব্যহীন রাতের।