পিয়ালী
////////////
জলের ধারা আজও বইছে নদীটার বুকে,
তোমার মতোই ও ছিল চঞ্চলা
ছিল তোমার মতই-
রহস্যময়ী প্রতি বাঁকে বাঁকে।
তোমাদের দুজনের অদ্ভুত মিল -নামের,
পিয়ালী ।
কলকল জলের শব্দ কানে এলো
বিচলিত মন আবেশি নয়ন
চাপন উৎরের খেলায় নিথর।
চারিদিক থমথমে
লোমকূপে জাগে শীতল ঊষ্ণতার পরশ।
ফিরে আসে ঘুরে ফিরে নিজের দীর্ঘ শ্বাসের শব্দ।
সেই পথ
সেই পিয়ালী নদী,
সেই ভাঙা সেতু -
সেই বনানী'র বন
সবই আছে সেই আগের মতোই
তোমার বসার পাথরের টিলা টাও।
শুধু একটু বদলে গেছে নদীর গতি ও গতিপথ,
জলও হয়েছে ঘোলা
নেই আর আগের মতো স্বচ্ছ।
জানো পিয়ালী,
আর আমি
আমিও আজ ঠিক ওই নদীটার মতো।