দূরে ওই পাহাড়ের কোলে
সূয্যি মামা উঁকিদেয় ঊষাকালে।
কচি কাঁচা জুড়িশুড়ি বসে
শীতের মজায় আছে মজে।
আতপ চালের আল্পনায়
নানীর হাতে সেজেছে উঠান
ব্যস্ত সবাই সাজো সাজো সাজে
নবান্নের ঘ্রাণ মিশে গেছে মনে প্রাণে ।
আম শাখা,পত্রে ফুলে ভরে উঠেছে পূজার থালি
গ্রামের ঘরে ঘরে লেগেছে পার্বণ
উৎসব আজ পিঠে পুলির।