নিঝুম সন্ধ্যায়
কথাগুলো কানে বেজে যায়
আমি তোমার সঞ্চারি
নিয়ে আসবো
স্বাতী নক্ষত্রের জলবিন্দু।
একা বসে নিরালায়
আমি আর সেই নির্বাক হুইল চেয়ার।
বৃষ্টির পড়ছে অলস আল্পনায়।
প্রজাপতি রঙের
কাঁটা বিঁধে যায় স্পন্দনে শিরায় শিরায়।
কেঁপে ওঠে হুইল চেয়ার
অক্ষি পল্লব স্থির
নয়ন তারায় জেগে ওঠে কিছু জলছবি
অস্তিত্বের লড়াইয়ে যা
অবলম্বন হীন।
ভরসা হীন ভাবনায়
বিন্দু বিন্দু জল গড়িয়ে এলো চিবুক বেয়ে।
নিকষ কালোয় স্বাতী নক্ষত্রের
সঞ্চারি বিন্দুর মতো।
থেমে গেল জল বিন্দু
আর স্পন্দন।
পেল না সে নক্ষত্রের স্পর্শ