পরিহাস মানবের মানবে
###############
চিতার অগ্নি সম্মুখে রমনি
কেঁদে মরে।
সিঁথির সিঁদুর এখনও
জ্বলজ্বল করে।
শাঁখা পলা, নোয়া ফেলার
পালা এবার।
মায়া কাটিয়ে গেল
প্রানের সোহাগ।
পড়শী,কাকী মাসির ভিড়ে
মিশেছে আরো কত নারী।
নীরবে ঝরছে জল
কারো চোখে
কেউ বা চিৎকারে
হয়েছে সহচরী।
জ্বরা বাধ্যি ধরা বুকে
ধরার মায়া গেল কাটিয়ে।
যারা ছিল সম্মুখ সমরে
সবার বুকে করুনা ফেটে পড়ে।
এখন সুনাম পাড়ায় পাড়ায়
সবার মুখে মুখে।
বেঁচে থাকতে পায়নি বেচারা
পেট ভরে দুমুঠো খেতে।
গুণের মহিমায় সবার
আওয়াজ পড়ছে ফেটে।
জীবন কাল কখনো অনাহারে
অর্ধাহারে গেছে কেটে।
চোখের সম্মুখে নিচু জাত বলে
মেরে ধরে শাস্তি দিয়েছে কত,
মরে যাওয়ার পরে শত শত
গুনকীর্তনে সবাই ব্যস্ত।
কেউ কাঁদে মেকি কান্না,
কেউবা কাঁদে প্রাণ খুলে,
বিধাতা হাসে মুচকি মুচকি,
একেই বোধয় পরিহাস বলে।