পরজীবী
//////////////

আমি গীতা,কোরআন,বাইবেল কে
একসাথে কখনো লড়তে দেখিনি।
যারা ধর্মের নামে লড়ছে
তাদের কে কখনো দুপাতা পড়তে দেখিনি।
বুদ্ধ,খ্রীস্ট,হরি,আল্লাকে দেখেনি
কখনো আলাদা আলাদা ভাবে বাস করতে,
যারা আলাদা আলাদা করছে
দেখিনি কোনো দিন তাদের
পবিত্র আবাস ভূমি গড়তে।

আমি দেখিনি কখনো
এক আকাশে,দুটো সূর্য্য,
দুটো চন্দ্র,দুটো পৃথিবী,
যারা আমার তোমার খেলায় ব্যস্ত
এরা কোথাকার বিচারক ?
কত বড় আইনজীবী?
সবই এক নিয়মে এক চক্রে একই সুতোয় বাঁধা,
ক্ষুন্নি বৃত্তির মারণ খেলায় এ যে এক গোলক ধাঁধা

শ্বাস বায়ু নেই কারো -
হওয়ার মতো চিরজীবী,
ইন্দ্রিয় সেবীর টানে,নিছক খেলায়
অদৃশ্য সুতোর টানে ছুটছি।

সবাই বোধহয় ভুলে গেছে
আমরা একই অটবীর তলায়
অল্প সময়ের পরজীবী।