পান্থ...
সায়হ্ন সামগত
কালবৈশাখীর বিজলী
বয়ে গেল দিগন্তের বুক চিরে
দূর সমুদ্রের নাবিকরাও নামিয়েছে পাল
বাড়াগ্নি অদূরে।

বিহঙ্গের দল বদলেছে দিশা
পান্থ শোনো মোর কথা
দাঁড়াও ক্ষণকাল
হয়োনা উতলা
এ যে মহাপ্রলয়ের সন্ধিক্ষন