পাঞ্চজন্য
:::::::::::::::::
পার্থ সারথি বাজও তোমার
পাঞ্চজন্য শঙ্খ।
সূর্য্যদেব অস্তমিত পশ্চিম দিগন্তে,
সমরাস্ত্র কর বর্জন-
অসার ধরণীর আকুল পাথারে
জীবকুল মিশেছে হলাহল
পানের কোলাহলে।
হে পার্থ,
ধর আর একবার তোমার গান্ডিব
শানিত হোক অভ্রভেদী বাণে,
বন্ধ হোক অন্ধকারের দশাননের আনন।
বিদ্ধ হোক তব তীরের শরসজ্জায়।
তব হাতে হোক
চক্রবুহ্যের প্রাচীর ভেদন।
বধ হোক সেই সব অন্ধকারের
প্রথতিযশা সেনাপতি গনের।
প্রাণ ফিরে আসুক তব অভিমুন্যুর।
তোমার গান্ডিব থেকে-
আর একবার নিক্ষিপ্ত হোক
শব্দভেদী বাণ।
একলব্য আজও তোমার অপেক্ষায়।
পার্থ সখা,
অরুন উদিত ,
আর একবার বাজও তোমার পাঞ্চজন্য।
শুরু হোক তব চক্রে নবরূপে,
এবার পাষান ভেদী মহারণ।