পল্লী কথা
/////////////////
পল্লীগ্রামের মাটির বাড়ি
সবুজ ক্ষেতে ঘেরা,
সবুজ ক্ষেতে সোনার ফসল
কানায় কানায় ভরা।
ধানের শীষে সোনার চমক
চাষীর মনে খুশি,
আসছে ভরে গোলাঘরে
ফুটছে মুখে হাসি।
চলতে চলতে ক্ষেতের মাঝে
মটর শুঁটির মজা,
নয়ন তারা যায় জুড়িয়ে,
মিষ্টি দানার ছোঁয়ায়।
গাঁয়ের বধূ কুলায় করে
উড়িয়ে ধরে ধান।
ফসল এবার এলো ভরে
বাঁচল চাষীর প্রাণ।
নবান্ন উৎসবে উঠলো
মেতে পল্লীর ঘরে ঘরে
আতপ চালের আল্পনায়
ভরিয়ে দিল উঠোন থেকে দ্বারে।
আমের শাখায় নক্সা আঁকা,
কাদার ঠাকুর খড়ের বেনী গলে।
টিকি ফুলের টিকার ছোঁয়ায়
নক্সা ফুটিয়ে তোলে।
পিঠে পুলির সুঘ্রাণভাসছে
বাতাসে বাতাসে
পৌষ পার্বণের শঙ্খধনি
সাঁঝ বাতির সাথে।