নিভৃত বাস
**********
জীবনটা একটা অতৃপ্ত আত্মার মতো
কোনো কিছুতেই শান্তি নেই
কোন কিছুতেই সুখী নয়
কোন বিচার ধারার সহমত ও নয়।
উল্লাসেও নেই
সৃষ্টিতেও নেই কোনো ভূমিকা
অহর্নিশি খুত ধরা
অতৃপ্ত আত্মার সাথে নিভৃত বাস।
নীরবে চলতে থাকা
বিগড়ে যাওয়া কক্ষপথের অধিরাজ হয়ে।