নিশুতির গান
////////////////
তারার আলো গায়ে মেখে,
অন্ধকারের বুকে একসাথে হেঁটে
থমথমে নিশুতি রাতে
ঝিঁঝিঁ পোকার সুরে সুর মিলিয়ে
মনে জাগত শিহরণ।
আবেগের তালে বেড়ে যেত হৃদ স্পন্দন,
এগুলো সব  অতীত এখন।
পা দুটো শক্তিহীন  যেন ইচ্ছার বিরুদ্ধে চলে।
মনে নেই কোনো শিহরণ
শুকনো কাঠ হওয়া মন!
কি হল আজ?

কয়েক দিন আগেও
এই রাত, এই পথ ছিল কত চেনা
এক বিন্দু দানা বাঁধেনি যন্ত্রনা।
আজ সময় টা অন্য রকম
আজ অন্য ভয় ,অন্য যন্ত্রনা
তোমাকে ভুলতে না পারার।
শুধু রাত টুকুই আছে
বাকিরা কোথায়?
পিছন ফিরে তাকাবার শক্তি নেই
চিতার আগুনটা
এখনও ধিকিধিকি জ্বলছে।