নীরব দুপুর
//////////////
বসন্তের মলিন বিকেল
কিংবা শরতের শুষ্ক হওয়া হিমেল,
দিনের অবকাশে-
ক্লান্ত মনের আকাশে নিদারুণ শ্বাসে যে ছবি ভাসে।
হাজার ব্যস্ততার মাঝে
যে মুখ দাগ কেটে যায় স্মৃতির ভাঁজে ভাঁজে।
মনের আঙিনায় দূর দুরান্তে ভেসে যায়
তোমার সেই সোনালী গম রঙা চন্দ্রমুখ।
ধমনীর আনাচে কানাচে
রক্তের প্রতিবিন্দুতে কিংবা স্রোতে
মিশে গেছে যে মুখ,
দুঃখে বা সুখে আজও বদলায়নি যে মুখ
সে যে তোমারই সোনালী গম রঙা মুখ।
গ্রীষ্মের নীরব দুপুরে
অতিষ্ঠ প্রাণে সবাই যখন
ছায়া খুঁজে দূরে দূরে
অস্থির বুকের মজ্জায়
আজও ভাসে সোনালী গম রঙা ওই মুখ
লু-এর আদরে আদরে।
তুমি আজও যে মোর কাছে
সেই সূর্যমুখী ফুল।
সুরজ পানে চেয়ে চেয়ে জীবন আজি অস্তাচলে।
বৈশাখের ঠা ঠা রোদে চারিদিক শুনশান।
কে আর বুঝলো
মনের কথা ,ব্যথার ব্যথা,
সবকিছু নিশ্চুপ চুপচাপ
এখন যে গনগনে তাপের নীরব দুপুর।