নির্জন বাসী
###########
অস্তিত্বহীন কথার মারপ্যাঁচ,শব্দজালে,
ভালোবাসাটা, মূল্যহীন
সত্য মিথ্যার অন্তরালে ।
উপস্থিতি,অনুপস্থিতি এক বিভ্রম,
চাওয়া পাওয়ার দোদুল দলায়-
হারিয়েছে সম্ভ্রম ।।
দু আঁখিতে অশ্রুধারা,
হাঁটি বক্ষে ভর দিয়ে
দিন থেকে পাক্ষিক
আব্রু, বে-আব্রু সবই আপেক্ষিক।
বাঁকা হাসি, তির্যক বানে ভেঙেছে,
সাজানো দালান ।
বাধ্যিগ্রস্থ শিকারের শীকল পায়ে-
লালসাগ্রস্থ শিকারির
জ্বলছে শিখা লেলিহান ।
শুকিয়ে গেল কোমল মনের কমল,
সখী! বোঝার উপায় নেই কোনটা চাতুরী
আর কোনটা ছল ।
আধফালি চাঁদ তির্যক নয়নে
উকি মারে ,
ঝাউ পাতার ফাঁকে,
টুপটাপ শিশির বিন্দু মিলিয়ে যায়নি ঊর্ধাকাশে,
ভূপাতিত হওয়ার শব্দ আজও কানে আসে,
লাক্ষীপেঁচার ডানার গন্ধ ম্লান হলো নিশি প্রহরে।
নিয়ম করে শিউলি ফোটে ঝরে,
দুর্বল মন সহে চলে-
বাধ্যিগ্রস্থ বক্ষ্পিঞ্জরে ।।